ইউরোপীয় বিমান নির্মাতা সংস্থা ‘এয়ারবাস’ ১৫ হাজার কর্মী ছাঁটাই করার পথে

সুপ্রভাত বগুড়া (চাকুরী-কর্মসংস্থান): ইউরোপীয় বিমান নির্মাতা সংস্থা এয়ারবাস করোনা সংকটের কারণে বিশ্বব্যাপী প্রায় ১৫ হাজার কর্মী ছাঁটাই করবে।

শুধু জার্মানিতেই চাকরি হারাবেন ৫ হাজারেরও বেশি কর্মী৷ খবর ডয়চে ভেলে’র। ২০২১ সালের গ্রীষ্মের মধ্যে বিশ্বব্যাপী ১১ শতাংশ কর্মী ছাঁটাই করা হবে, এয়ারবাস এ কথা জানিয়েছে।

Pop Ads

সংস্থার মতে, যাত্রী সংখ্যা কমে যাওয়ার কারণেই এই সিদ্ধান্ত। জার্মানিতে চাকরিচ্যূত হচ্ছেন ৫১০০ কর্মী, অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে জার্মানি।

ফ্রান্সে ৫,০০০, যুক্তরাজ্যে ১,৭০০ এবং স্পেনে ৯০০ কর্মী চাকরি হারাবেন। করোনা মহামারির কারণে এয়ারবাস বছরের প্রথম ৪ মাসে প্রায় ৫০ কোটি ইউরো ক্ষতিগ্রস্ত হয়েছিল। ৱ

বছরের প্রথম তিন মাসে ক্ষতির পরিমাণ ছিল ৪৮১ মিলিয়ন ইউরো। অথচ আগের বছরের প্রথমদিকে ৪০ মিলিয়ন ইউরো মুনাফা করেছিল তারা।

করোনার কারণে বিশ্বব্যাপী বিমান চলাচল একেবারেই কমে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here