ঈদে শিশুর মুখে হাসি ফোটাতে নতুন পোশাক উপহার দিয়ে চলেছেন সমাজসেবক আব্দুল মান্নান আকন্দ

সুপ্রভাত বগুড়া (এ কে দিপংকর, বগুড়া সদর প্রতিনিধি): করোনায় কর্মহীন পরিবারের ১৪ হাজার শিশুর মুখে হাসি ফোটাতে ঈদের নতুন জামা কিনে উপহার দিচ্ছেন বগুড়ার সমাজসেবক আব্দুল মান্নান আকন্দ ও ব্যবসায়ী নাহারুল ইসলাম।

বগুড়ার এই দুই ব্যবসায়ীর মধ্যে আব্দুল মান্নান আকন্দ তার ব্যবসার লভ্যাংশ এবং নাহারুল ইসলাম তার শখের গাড়ি বিক্রি করে ১৪ হাজার শিশুকে ঈদের নতুন পোশাক প্রদান করছেন।

Pop Ads

করোনা পরিস্থিতিতে কর্মহীন অনেক পিতাই হিমশিম খাচ্ছে ঈদে সন্তানকে নতুন পোশাক কিনে দিতে। অনেকে আবার মার্কেটে যেতে চাইছে না সংক্রমণ রোধে। কিন্তু ঈদে নতুন পোশাক না পেলে যেন আনন্দটাই ভাটা পড়ে যায় শিশুর।

সেই বিবেচনায় বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি ও শুকরা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী জনাব মোঃ আব্দুল মান্নান আকন্দ ও ব্যবসায়ী নাহারুল ইসলাম নিয়েছে শিশুদের মাঝে পোশাক বিতরণের ব্যতিক্রম এই উদ্যোগ।

এরি ধারাবাহিকতায় আজ বগুড়া শহরের সূত্রাপুর, বগুড়াপাড়া, গোয়ালগাড়ী, হাকিরমোড় (ঘোনপাড়া),

বৃন্দাবনপাড়া, জয়পুরপাড়া এবং মাটিডালী এলাকায় ২ হাজার শিশু বাচ্চাদের মাঝে ঈদের নতুন জামা দেওয়া হয়। আজ পর্যন্ত ৪ হাজার শিশু বাচ্চাদের মাঝে ঈদের নতুন জামা বিতরণ করা হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here