একদিন ভোরবেলা শুনবো মহামারী আর নেই

আবির শামীম

একদিন ভোরবেলা শুনবো মহামারী আর নেই।
সেদিন, মানুষ দেখা হলে বলবে
অনেক ভালো আছি ,
জীবণ যুদ্ধ যেমনই হোক
এসো মিলেমিশে বাঁচি ।

Pop Ads

সেদিন, কেউ অসুস্থ হলেও আপন মানুষ দূরে যাবে না,
পাশে থেকে সাহস দিবে
বলতে থাকবে কিচ্ছু হবে না।

সেদিন, রাস্তার পাশে পরে থাকলে কেউ তাকিয়ে দেখবে না,
পাঁজা করে বুকে নিবে সেলফি তুলবে না।

সেদিন, মানুষ আরো ভালো মানুষ হবে,
মানুষ মানুষের কথা ভাববে,
প্রানীর কথা,প্রকৃতির কথা ভাববে।

সেদিন, একে অন্যকে জরিয়ে ধরবে হিংসা বিভেদ ছাড়ায়,
ভালোবেসে কাছে টেনে নিবে গরীব অসহায়।

সেদিন, মৃত্যু হলেও আপন মানুষ  এরিয়ে যাবে না,
থাকবে পাশে সবাই,
করব অবধি পৌছে দিবে দ্বিধা দ্বন্ধ ছাড়াই।

সেদিন, সবাই হাতে রাখবে হাত
থাকবে মিলেমিশে
মহামারীর দিনগুলো সব
ভুলবে ভালোবেসে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here