সান্তাহারে পণ্যবাহী বিশেষ ট্রেন চলাচল শুরু

সুপ্রভাত বগুড়া (শিমুল হাসান,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহার জংশন ষ্টেশনের উপর দিয়ে পণ্যবাহী বিশেষ ট্রেন চলাচল শুরু হয়েছে। শনিবার (০৯ মে) থেকে এ পণ্যবাহী পার্শেল ট্রেনটি যাত্রা শুরু করে।

পঞ্চগড় থেকে ছেড়ে প্রায় ১৯টি ষ্টেশনে যাত্রা বিরতি করে ট্রেনটি ঢাকা পৌঁছাবে। রেলওয়ে সূত্রে জানা যায়, করোনা ভাইরাসের কারনে গত ২৪ মার্চ থেকে ৯ মে পর্যন্ত প্রায় দেড় মাস ধরে সব ধরনের ট্রেন বন্ধ থাকার পর শনিবার সন্ধ্যায় ট্রেনটি সান্তাহার ষ্টেশনের উপর দিয়ে নিত্য প্রয়োজনীয় কাঁচামাল নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

Pop Ads

ট্রেনটি পঞ্চগড় থেকে ছেড়ে রুহিয়া, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, সেতাবগঞ্জ, দিনাজপুর, চিরিরবন্দর, পার্বতীপুর, ফুলবাড়ি, বিরামপুর, জয়পুরহাট, আক্কেলপুর, সান্তাহার, আহসানগঞ্জ, নলডাঙ্গা, নাটোর, মুলাডুলি, লাহিড়ীমোহনপুর ও তেজগাঁও রেল স্টেশনে মালামাল উঠা-নামানোর জন্য যাত্রা বিরতি করবে।

এ ব্যাপারে সান্তাহার স্টেশন মাস্টার রেজাউল করিম ডালিম জানান, কৃষকদের উৎপাদিত নিত্য প্রয়োজনীয় পণ্য সহজে নিরাপদে গন্তব্যে স্থানে পৌঁছাতে ট্রেনটি চালু করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here