কথা বলা যাবে গাড়ির সঙ্গে

8
কথা বলা যাবে গাড়ির সঙ্গে

নেদারল্যান্ডসভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠান টমটম ও মাইক্রোসফট মিলে আনতে যাচ্ছে জেনারেটিভ এআই সংবলিত ভয়েস অ্যাসিস্ট্যান্ট। কথোপকথন চালাতে সক্ষম এই ভয়েস অ্যাসিস্ট্যান্ট ভবিষ্যতে ড্যাশবোর্ডে যুক্ত করা হবে, যা কাজ করবে ডিজিটাল ককপিট হিসেবে।

অটোমোবাইল খাতের জন্য বিশেষভাবে তৈরি এআইয়ের সঙ্গে কথা বলেই বিভিন্ন ফাংশন নেভিগেট করা যাবে। রাস্তা চেনা এবং অনবোর্ড সিস্টেম কন্ট্রোল, যেমন- গাড়ির জানালা খোলা, এসি বাড়ানো-কমানো, রেডিওর চ্যানেল পরিবর্তনসহ ড্রাইভিংয়ের সময় যাবতীয় কাজ এআই দিয়েই করানো যাবে।

Pop Ads

মন চাইলে এআইয়ের সঙ্গে কথাও বলা যাবে। জেনারেটিভ এআই তৈরিতে ওপেনএআইয়ের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের ওপর নির্ভর করছে টমটম। এর পাশাপাশি মাইক্রোসফটের সেবা অ্যাজ্যুর কসমস ডিবি ও অ্যাজ্যুর কগনেটিভ সার্ভিসেসের সাহায্যও নেবে কম্পানিটি।
টমটম জানিয়েছে, বিভিন্ন রকমের ইন্টারফেসে এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট কাজ করবে।

তবে কোন কোন গাড়ির ব্র্যান্ডে ভয়েস অ্যাসিস্ট্যান্টটি ব্যবহার করা যাবে সে বিষয়ে টমটম কোনো তথ্য দেয়নি।
ভয়েস অ্যাসিস্ট্যান্টটি কবে নাগাদ উন্মুক্ত করা হবে সে বিষয়েও কিছু জানায়নি। তবে কথোপকথন চালানো এআইয়ের ডেমো বা নমুনা তারা প্রদর্শন করবে জানুয়ারিতে লাস ভেগাসে অনুষ্ঠেয় কনজিউমার ইলেকট্রনিক শোতে।