করোনা ভাইরাস (কোভিড -১৯)’কে চাইনিজ ভাইরাস “কুং ফ্লু” আখ্যা দিলেন ট্রাম্প !!

করোনা ভাইরাস (কোভিড -১৯)'কে চাইনিজ ভাইরাস "কুং ফ্লু" নাম দিলেন ট্রাম্প !! ছবি-সংগৃহীত

সুপ্রভাত বগুড়া (আন্তর্জাতিক): বিশ্বে করোনা আক্রান্ত আছেন ৮৭ লাখ ৬৯ হাজারের বেশি। প্রাণ গেছে চার লাখ ৬৪ হাজারের। চীনে আরও ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর মধ্যে ২২ জনই রাজধানী বেইজিংয়ের। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, নতুন আক্রান্তদের মধ্যে বেশ কয়েকজনের কোন উপসর্গ ছিলো না।

Pop Ads

নিউজিল্যান্ডে আরো দুই বিদেশ ফেরতের শরীরে ভাইরাসটি সনাক্ত হয়েছে। আক্রান্তের সংখ্যা বাড়ায় অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে জরুরী অবস্থার মেয়াদ আরো এক মাস বাড়ানো হয়েছে।

যুক্তরাজ্য থেকে প্রবেশকারীদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে স্পেন। সংক্রমণ কমায় কারফিউ তুলে নিয়েছে সৌদি আরব।

একদিনে সাড়ে ১৫ হাজার আক্রান্ত নিয়ে ভারতে মোট আক্রান্ত চার লাখ ১০ হাজার। যুক্তরাষ্ট্রে একদিনে আক্রান্ত ৩০ হাজারের বেশি। এরমধ্যেই ওকলাহোমার টুলসায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি জানান, করোনার টেস্ট কমানোর নির্দেশ দিয়েছেন তিনি। কোভিড নাইনটিনকে চাইনিজ ভাইরাস, কুং ফ্লু এমন নামও দেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here