ক্রসফায়ারের ভয়ে ২৩ মাস কক্সবাজারের সাংবাদিক মোস্তফা কারাগারে !

ক্রসফায়ারের ভয়ে ২৩ মাস কক্সবাজারের সাংবাদিক মোস্তফা কারাগারে ! ছবি-সংগ্রহ
সুপ্রভাত বগুড়া ডেস্ক: কক্সবাজার টেকনাফের ওসির প্রদীপের রোষানলে সাংবাদিক মোস্তফা ২৩ মাস কারাগারে। ক্রসফায়ারের ভয়ে নিরাপত্তারক্ষী কারনে তাকে জামিনে বের করছেনা পরিবার।
পুলিশের নানা অনিয়মের অগনিত সংবাদ প্রকাশ করায় ঢাকা থেকে টেকনাফে ধরে নিয়ে চোখে মরিচের গুড়া দিয়ে নির্যাতন করায় মোস্তফার চোখে দুনিয়ার আলো আজ শুধু স্বপ্ন।
ক্রসফায়ারের ভয়ে রাতের আধারে কক্সবাজার থেকে পালিয়ে আসা ফরিদুল মোস্তফার জীবন আজ নিস্তেজ। অসহায় স্ত্রী, সন্ত্রান, পিতা-মাতাও আজ অসহায়। দোষ একটাই পুলিশের বিরুদ্ধে সংবাদ লিখতো মোস্তফা।
অন্ধপ্রায় চোখ, ডানা হাত ভাংগা, আঙ্গুল থেতলানো মোস্তফা বুঝি আর সাংবাদিকতা করতে পারবেনা তবে অন্ধরাও লেখে, পথচলে, খায়ঘুমায়।
কিছু সাংবাদিক প্রতিবন্ধী হয়ে গেছে। ভিটেমাটি ছেড়ে প্রানভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। তাদেরই একজন জামালপুরের শেলু আকন্দ ৬ মাস ধরে বাড়িছাড়া।
আছে আরো বহু সাংবাদিকের হামলা-মামলার তথ্য। ধীরেধীরে চোখ রাখুন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি আপনার পাশে আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here