ক্ষেতলালে নিখোঁজের পাঁচদিন পর স্কুলছাত্রী উদ্ধার

31

নিজস্ব প্রতিবেদকঃ িজয়পুরহাটের ক্ষেতলালে নিখোঁজের পাঁচ দিন পর স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার পাঠানপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

নিখোঁজের জিডির সূত্র ধরে তদন্ত শুরু করলে আলমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাদিম ছেলে ও মেয়ে উভয়ের পরিবারকে থানায় হস্তান্তর করে৷ ক্ষেতলাল থানার এসআই নূর আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

Pop Ads

এর আগে গত (৫ডিসেম্বর) ওই ছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। পরে ওই ছাত্রীর বাবা ক্ষেতলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার (৮ডিসেম্বর) বিকেলে আলমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাদিমের সহযোগিতায় উভয়পক্ষকে থানায় হস্তান্তর করেন৷

দায়িত্বশীল সূত্রে জানা যায় ভিকটিম কাজল রেখা তিনি বানাইচ আলী পুর গ্রামের মিজানুরের ছেলে মেফতাউলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এরই সুবাদে ভিকটিম কাজল রেখা মেফতাউলের বাড়িতে অবস্থান করছিলেন বলে জানা যায়৷

এ বিষয়ে জানতে চাইলে পাঠানপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাপ্ত প্রধান শিক্ষক তিনি বলেন কাজল রেখা আমাদের স্কুলের দশম শ্রেণীর একজন নিয়মিত শিক্ষার্থী সে ২০২৪সালে এসএসসি পরীক্ষার্থী৷ ফরম ফিলাপ করা হয়েছে আমাদের ছাত্রী কাজল তিনি নিখোঁজ তার পরিবার আমাদেরকে এখনো অবগত করেনি৷

এবিষয়ে ক্ষেতলাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন জানান শুক্রবার বিকেলে ওই ছাত্রীকে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়। মেয়েকে পেয়ে আনন্দিত বাবা-মা।