গণতন্ত্রের স্বার্থে কঠোর আন্দোলনকেও স্বাগত জানাবে সরকার : প্রধানমন্ত্রী

গণতন্ত্রের স্বার্থে কঠোর আন্দোলনকেও স্বাগত জানাবে সরকার : প্রধানমন্ত্রী

গণতন্ত্রের স্বার্থে যে কোনো দলের কঠোর আন্দোলনকেও স্বাগত জানাবে সরকার। তবে আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈশ্বিক নানা সংকট মোকাবিলা করেই দেশ সচল রাখা হয়েছে উল্লেখ করে, সবাইকে সাশ্রয়ী হওয়ার পরামর্শও দেন তিনি।

Pop Ads

বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের সঙ্গে সভাপতিমণ্ডলীর সদস্যদের মতবিনিময় সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন শেখ হাসিনা।

এ সময় চলমান রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, গণতন্ত্রের স্বার্থে যে কোনো দলের কঠোর আন্দোলনকেও স্বাগত জানাবে সরকার। তবে আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে ছাড় দেয়া হবে না।

বিএনপি সরকারের সময় দরিদ্র মানুষের দুরবস্থার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, তার সরকার কর্মসংস্থান, শতভাগ বিদ্যুতায়নসহ ঘর দিচ্ছে গৃহহীনদের।

বৈশ্বিক নানা সংকটের রেশ যাতে বাংলাদেশে প্রকট না হয়, সেজন্য জ্বালানি ব্যবহার ও বিদ্যুৎসহ জাতীয় সম্পদ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার পরামর্শও দেন বঙ্গবন্ধু কন্যা।