ঘূর্ণিঝড় আম্ফান আরও শক্তিশালী হয়ে সুপার সাইক্লোনে রূপ নিচ্ছে, আগামীকাল মধ্যরাতে আঘাত হানার সম্ভাবনা !

সুপ্রভাত বগুড়া (প্রচ্ছদ): বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্ফান আরও শক্তিশালী হয়ে সুপার সাইক্লোনে রূপ নিচ্ছে। আগামী ছয় ঘণ্টায় এই ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী ঝড়ে পরিণত হবে।

ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। ঘুর্ণিঝড়টি বাংলাদেশের উপকূল থেকে এক হাজার ৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Pop Ads

আগামীকাল মধ্যরাতের পর এটি খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশনা দিয়েছে আবহাওয়া বিভাগ।

এদিকে, আম্ফানের ক্ষয়ক্ষতি মোকাবেলায় উপকূলীয় জেলাগুলোতে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখার পাশাপাশি উপকূলের বেড়িবাঁধের  ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলো সার্বক্ষণিক তদারকি করছে পানি উন্নয়ন বোর্ড। চালু করা হচ্ছে কন্ট্রোল রুমও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here