চিকিৎসা শেষে দেশে ফিরেছেন ডিপজল

14
চিকিৎসা শেষে দেশে ফিরেছেন ডিপজল

চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন ঢাকাই সিনেমার অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিজেই জানিয়েছেন ডিপজল।

, ‘ট্রিটমেন্ট শেষ করে দেশে আসছি, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ, ভালো আছি সুস্থ আছি।’

Pop Ads

ডিপজল হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। পরে উন্নত চিকিৎসার জন্য দ্রুত সিঙ্গাপুরে যান তিনি। সেখান থেকে নিয়মিত চেকআপ শেষে অবস্থার উন্নতি হওয়ায় দেশে ফিরেছেন।

এর আগে গত ৯ আগস্ট চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। এছাড়া গত ৩১ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে চোখের অপারেশন হয় ডিপজলের।

ডিপজল ১৯৯৩ সালে ‘টাকার পাহাড়’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। এ ছাড়া তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি সহসভাপতির দায়িত্ব পালন করছেন।

ডিপজলের উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে হাবিলদার, যেমন জামাই তেমন বউ, জিম্মি, ঘরভাঙ্গা সংসার, আক্রোশ, অমানুষ হলো মানুষ, বাংলার হারকিউলিস প্রভৃতি।