ঝিনাইদহে অবৈধ আলমসাধু আটক করা হচ্ছে ডাকবাংলা পুলিশ ফাড়ির নেতৃত্বে

ঝিনাইদহে অবৈধ আলমসাধু আটক করা হচ্ছে ডাকবাংলা পুলিশ ফাড়ির নেতৃত্বে। ছবি-রাসেল আহম্মেদ

সুপ্রভাত বগুড়া (রাসেল আহাম্মেদ, ঝিনাইদহ): ঝিনাইদহ পুলিশ সুপারের নির্দেশে সড়ক ও মহাসড়কে অবৈধ যানবাহন আটক করতে মাঠে নেমেছে সদর উপজেলার ডাকবাংলা পুলিশ ফাঁড়ি  সকাল থেকে সন্ধা অব্দি ডাকবাংলা পুলিশ ফাঁড়ির ইন্চার্জ  মোকলেচুর রহমানের নেতৃত্বে এই অভিযান চালানো হচ্ছে,

আটক ও করা হচ্ছে সড়কের অবৈধ যানবাহন  আলমসাধু  উপজেলার সড়ক-মহাসড়কগুলোতে অবৈধ যানবাহনের দৌরাত্ম্য দিন দিন আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। এতে প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। সড়কে ঝরছে প্রাণ।

Pop Ads

সড়ক  ও মহাসড়কে খেয়াল-খুশিমতো চলছে নসিমন, করিমন, ভটভটি, ইজিবাইক, অটোরিকশা, টেম্পো, থ্রি-হুইলার,ট্রাক্টরসহ বিভিন্ন অবৈধ যান ঝুঁকি নিয়ে দাপিয়ে চলাচল করছে।

সড়ক ও মহাসড়কে এসব অবৈধ যানবাহন চলাচলের কারণে প্রায়ই ঘটছে অহরহ দুর্ঘটনা। এসব দুর্ঘটনায় হতাহতের ঘটনাও ঘটছে অহরহ।

ডাকবাংলা কেম্প ইন্চার্জ মোকলেচুর রহমান বলেন ঝিনাইদহ পুলিশ সুপারের নির্দেশে, মাঝে মধ্যেই এগুলো আটক করা হচ্ছে। মহাসড়কে অবৈধ যান যাতে না চলাচল করে সে জন্য তাদেরকে শর্তক করা হচ্ছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here