ঠাকুরগাঁওয়ে লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও সহিংসতা মুক্ত শিক্ষা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও সহিংসতা মুক্ত শিক্ষা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত। ছবি-আলমগীর

সুপ্রভাত বগুড়া (আলমগীর ঠাকুরগাঁও প্রতিনিধি): ঠাকুরগাঁওয়ে লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও সহিংসতা মুক্ত শিক্ষা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আন্তর্জাতিক সাহায্যকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ঠাকুরগাঁও এপি’র আয়োজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

সংস্থার ঠাকুরগাঁও এপি ম্যানেজার লিওবার্ট চিসিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) নূর কুতুবুল আলম। এসময় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোসফেকুর রহমান,

Pop Ads

ঠাকুরগাঁও প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির মোস্তাফিজ মিলু, বিভিন্ন এনজিও’র প্রতিনিধি, হাসপাতালের সেবিকা, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংলাপ অনুষ্ঠানে লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে করণীয় ও সহিংসতা মুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে প্রতিনিধিরা তাদের মতামত পেশ করেন।