ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী আপনারাই প্রধান যোদ্ধা করোনা যুদ্ধে -সেলিনা জাহান লিটা

সুপ্রভাত বগুড়া (আলমগীর ঠাকুরগাঁও প্রতিনিধি): ঠাকুরগাঁওয়ের মহিলা সংরক্ষিত সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা বলেন যে, সিভিল সার্জন, টিএইচএ, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীসহ সকলকে অনুরোধ করছি করোনা পজিটিভ রোগীদের সুস্থতার জন্য তাদের সাথে ভাল আচরণ ও স্বাস্থ্যসেবা দেওয়ার আপ্রাণ চেষ্টা করবেন।

কারণ আপনারাই প্রধান যোদ্ধা করোনা যুদ্ধে, ঠাকুরগাঁয়ে আবারো করোনা পজিটিভ তিন জন এনিয়ে ঊনিশ জন। ইতোমধ্যে আপনাদের চেষ্টায় ঠাকুরগাঁওয়ের কয়েকজন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তিনি আরো বলেন, ঠাকুরগাঁও জেলা প্রসাশক মহোদয় করোনা পজিটিভ রোগীদের বিশেষ গুরুত্ব দিয়ে তাদের পাশে আছেন ধন্যবাদ তাঁকে।

Pop Ads

এবং জনসাধারণকে বলেন ঘরে থাকুন, অপ্রয়োজনে বাইরে যাবেন না,বিশেষ প্রয়োজনে বাইরে গেলে মাস্ক,গ্লাভস পড়ুন। বাড়ি ফিরে ২০ সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধুবেন।বাইরের পরনের পোশাক সাবান বা ডিটার্জেন্ট দিয়ে ধুয়ে ফেলুন, প্রয়োজনে গোসল করে ফেলুন।

কারো সর্দি, কাশি, জ্বর হলে ডাক্তারের পরামর্শ নিন। ভিটামিন সি জাতীয় খাবার খান।এজাতীয় খাবার শুধু বড় বড় দোকানে পাওয়া যায় বা দামী দামী ফলমূল তা নয় খুজেঁ দেখুন আপনার বাড়ির আশে পাশেই পাওয়া যাবে লেবু, পেয়ারা, আমলকি, জলপাই,

বড়ই, কাঁচা আমসহ ইত্যাদি বিভিন্ন শাকসবজি খান,দুধ, ডিম খান।কারো হাঁচি, কাশি হলে মুখ ঢেকে রাখুন সামাজিক দুরত্ব বজায় রাখুন।করোনা পজিটিভ রোগীদের ভয়, ঘৃণা বা অবহেলা নয় তাদের সাহস দিন!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here