তবু বিপিএলের সেঞ্চুরি ‘বিশেষ’ নয় হৃদয়ের কাছে

6
তবু বিপিএলের সেঞ্চুরি ‘বিশেষ’ নয় হৃদয়ের কাছে

২৩ রানে তিন উইকেট হাওয়া। লক্ষ্য ১৭৬ রান। বিপিএলে এবার ১৪০-১৫০ হওয়া যেখানে চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে, সেখানে এই লক্ষ্যটাকে অনতিক্রম্য বলাই যায়। এই অসম্ভবই সম্ভব হয়েছে তাওহিদ হৃদয়ের অবিশ্বাস্য এক ইনিংসের সৌজন্যে।

তাওহিদ ঠিক কোন অবস্থা থেকে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ম্যাচটা অনেকটা একার হাতে জিতিয়েছেন, তার একটা ছোট্ট তথ্য হতে পারে এটি। একজন ব্যাটারের কাছে এমন একটা ইনিংস তো বিশেষ হতেই পারে। বিশেষ করে সেটি যখন টি টোয়েন্টি ক্রিকেটে তাওহিদের প্রথম সেঞ্চুরি।

Pop Ads

এতকিছুর পরও তাওহিদ অবশ্য জানালেন এটি তাঁর ‘বিশেষ’ সেঞ্চুরি নয়,‘আমার প্রত্যেক সেঞ্চুরিই আমার কাছে বিশেষ।

তবে বিশেষ যদি বলি অনূর্ধ্ব-১৯ এ টানা তিন ম্যাচে তিনটা সেঞ্চুরি করেছিলাম শ্রীলঙ্কার বিপক্ষে। এটা আমার কাছে বিশেষ থাকবে। কারণ, টানা তিন ম্যাচে তিনটা সেঞ্চুরি করেছিলাম, এটা আমার জন্য অনেক বড় অর্জন ছিল।’
বিপিএলের গত মৌসুমে সিলেট স্ট্রাইকার্সের হয়ে নিজেকে চিনিয়েছিলেন তাওহিদ।

সেবার সেঞ্চুরির কাছে গিয়েও আক্ষেপে পুড়েছিলেন। এবার সে অপূর্ণতা গুছলো। ওপরে (তিন নম্বর) ব্যাট করার জন্যই এটা সম্ভব হয়েছে। এ জন্য কুমিল্লার টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানিয়েছেন তরুণ এই ব্যাটার,‘টি-টোয়েন্টিতে প্রথম শতক আলহামদুলিল্লাহ। এটা তো প্রতিটা ব্যাটারেরই স্বপ্ন যে একটা সেঞ্চুরি করবে।

গত বছর আমার সুযোগ ছিল সেঞ্চুরি করার, কিন্তু করতে পারিনি। আলহামদুলিল্লাহ যে একটা সেঞ্চুরি হয়েছে।’