তোমাকে মুক্তি দিলেম

তোমাকে মুক্তি দিলেম-রুদ্র অয়ন
রুদ্র অয়ন এর কবিতা    
তোমায় মুক্ত করে দিলেম
আমার মনের অদৃশ্য
সকল বাঁধন থেকে।
আমাকে নিয়ে আর
ভাবতে হবে না তোমাকে।
শুধু শুধু
আমার মন যোগাতে
ঝুরি ঝুরি মিথ্যে
বলতে হবেনা আর।
পাখির মতো উড়ে যেতে পারো
নতুন নীড়ের ঠিকানায়।
বাঁধনহীন সুতো ছেঁড়া
ঘুড়ির মতো উড়ে যেতে পারো
অন্য কোনও প্রান্ত।
নিজ সত্তা বিসর্জন দিয়ে
আর প্রতিনিয়ত নাট্যমঞ্চে
অভিনয় করতে হবেনা তোমায়।
শরতের সাদা মেঘের মতো
উড়ে যেতে পারো তুমি
পর্বতের দেশে।
মনের বিরুদ্ধে
যুদ্ধ করে আমার সাথে
আর পথ চলতে হবে না।
জোয়ারের পানির মতো
ভেসে যাও অজান্তে।
আমার কথা ভেবে
পেছন ফিরে তাকিয়ো না।
একজীবনে তো  মানুষ
সবকিছু পায় না
আমি না হয় রয়ে গেলাম
না পাওয়ার দলেই।
আমার থেকে
মুক্তি চেয়েছিলে তুমি,
কোন অধিকারে আর
রাখবো বেঁধে তোমায়!
মনের ওপর তো আর
জোর চলেনা।
তুমি তোমার মতো
সাজিয়ে নিয়ো নিজেকে।
তুমি ভালো থেকো,
আমার সকল
ভালো থাকার দামে
খুব ভালো থেকো তুমি।
তোমায় আজ
মুক্ত করেই দিলেম,
আমার মনের অদৃশ্য
সকল বাঁধন থেকে।