দক্ষিণ আফ্রিকায় একটি বারে বন্দুক হামলায় নিহত ১৫!

দক্ষিণ আফ্রিকায় একটি বারে বন্দুক হামলায় নিহত ১৫!

দক্ষিণ আফ্রিকার সোয়েটো শহরে একটি বারে বন্দুক হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, রোববার (১০ জুলাই) ভোরে বন্দুকধারীরা অরল্যান্ডো ইস্ট ট্যাভার্নে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় ওই বারে থাকা অধিকাংশ যুবক এতে নিহত হয়। খবর বিবিসি।

এ ঘটনায় যারা আহত হয়েছে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের অবস্থা খুবই আশঙ্কাজনক। হতাহতদের বয়স ১৯ থেকে ৩৫ বছর পর্যন্ত বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, হামলা চালিয়ে বন্দুকধারীর একটি সাদা মিনিবাসে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

Pop Ads

তবে কেন এ হামলা হয়েছে তা প্রাথমিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ। গৌতেং প্রদেশের পুলিশ প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইলিয়াস মাওলা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে বলেন, গুলিটি “নিরীহ সরাইখানার পৃষ্ঠপোষকদের ওপর ঠাণ্ডা মাথায় এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দক্ষিণ আফ্রিকায় গোলাগুলির ঘটনা নতুন নয়। বেশিরভাগই হামলার ঘটনা ঘটে মাদক ব্যবসাকে কেন্দ্র করে।