দৈনন্দিন ইসলামী প্রশ্ন-উত্তর

55
দৈনন্দিন ইসলামী প্রশ্ন-উত্তর

রোগী পাঠিয়ে প্যাথলজির মালিক থেকে কমিশন নেওয়া

প্রশ্ন : ক্লিনিকের ব্যবসার প্রসারে যদি ডাক্তারদের পাঠানো রোগীর কাছ থেকে প্রাপ্ত টাকা থেকে ক্লিনিকের মালিকরা স্বেচ্ছায় ডাক্তারকে টাকা দেন, অথবা অলিখিত নিয়ম অনুসারে অন্য সব ক্লিনিকের মালিকের মতো কমিশন দেওয়া হয়, তা কি ইসলাম সমর্থন করে?

Pop Ads

মাঈন উদ্দিন, ফেনী

উত্তর : রোগীর সঠিক অবস্থা বুঝে রোগীর জন্য যে প্যাথলজিক্যাল পরীক্ষা উপকারী, তা-ই লেখা বা পরামর্শ দেওয়া ডাক্তারের নৈতিক দায়িত্ব। বিনিময় বা বেতন হয় শুধু কাজের পরিবর্তে, কথা বা পথ প্রদর্শনের দ্বারা বিনিময় নেওয়া ইসলামের দৃষ্টিতে জায়েজ নেই। অতএব কোনো প্যাথলজির মালিক থেকে রোগী পাঠানো বা পথ প্রদর্শনের বিনিময় হিসেবে প্রচলিত পদ্ধতিতে কমিশন নেওয়া বা দেওয়া বৈধ হবে না। তবে ডাক্তারদের জন্য প্রেসক্রিপশন লিখে রোগী থেকে টাকা নেওয়া বৈধ।

(আদ্দুররুল মুখতার : ৬/৯৫, কাওয়ায়েদুল ফিকহ : ৫৭, এমদাদুল ফাতাওয়া : ৩/৪১০)