ধামরাইয়ের ক্ষুদ্র সেবা সংগঠনের করোনা ভাইরাস হতে মুক্তির জন্য স্পে প্রয়োগ ও সচেতন মূলক ব্যানার স্থাপন

সুপ্রভাত বগুড়া (মিজানুর রহমান (ধামরাই) ঢাকা (প্রতিনিধি): ঢাকার ধামরাই উপজেলার চৌহাট গ্রামের ক্ষুদ্র সেবা সংগঠনের উদ্যোগে তারই ধারাবাহিকতায় আজ বুধবার (২৯ জুলাই )সারাদিন ব্যাপী  ঈদকে সামনে রেখে ঈদগা মাঠ এবং বিশেষ বিশেষ জায়গায় করেন এবং ইজমার্ট এবং দূরত্ব বজায় রাখার জন্য বেষ্টনী জাগায় জাগায় লাগানো হয়।
দূরত্ব বজায় রেখে যেন ঈদের নামাজ আদায় করা হয় এজন্য পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা করেন ক্ষুদ্র সেবা সংগঠনের করোনা ভাইরাস হতে স্পে প্রয়োগ ও সচেতন মূলক ব্যানার স্থাপন৷
সাম্প্রদায়িক আতঙ্কের নাম করোনা ভাইরাস যা বহি বিশ্ব রেকর্ড মাত্র ছাড়িয়ে পড়ার  আগ মূহুর্ত থেকে ঢাকার ধামরাই এর চর চৌহাটে মানবিক সংগঠন ক্ষুদ্র সেবা উন্নয়ন সংস্থার করোনা ভাইরাস হতে বিভিন্ন এলাকায় সচেতন মূলক ব্যানার সহ নানা ধরনের  সচেতন মূলক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে।
আজ তারা রাস্তার বিভিন্ন এলাকার মোড়ে সচেতন মূলক ব্যানার স্থাপন সহ, নানা স্থানে জীবানু নাশক স্পে প্রয়োগ করে। সময় উপস্থিত ছিলেন ক্ষুদ্র সেবা উন্নয়ন সংস্থার সদস্য, সজিব, মান্নান, অন্তর রিদয়, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ সহ আরো অনেকে, সব শেষে সভাপতি গোলাম রাব্বি হোসেন সবুজ বলে করোনা ভাইরাস হতে সচেতন বৃদ্ধিতে ক্ষুদ্র সেবার কার্যক্রম অব্যাহত থাকবে,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here