নওগাঁর রানীনগর চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ কেটে ফেলার অভিযোগ !

নওগাঁর রানীনগর চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ কেটে ফেলার অভিযোগ ! ছবি-অন্তর আহম্মেদ

সুপ্রভাত বগুড়া (অন্তর আহম্মেদ নওগাঁ): নওগাঁর রাণীনগরে গত এক সপ্তাহ যাবৎ চেয়ারম্যান মো.রেজাউল করিমের লোকজন উপজেলার একডালা ইউনিয়নের মধ্যে থাকা সড়কের দু’পাশের গাছ কেঁটে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, বন বিভাগের নির্মিত এ সড়কের দু’পাশে সারি করে মেহগনী ও আকাশমণি গাছ লাগানো হয়। কিন্তু গত এক সপ্তাহ যাবৎ একডালা ইউনিয়নের দুধিয়া হতে চয়নের মোড় পর্যন্ত সড়কের দু’পাশের বেশ কিছু আকাশমণি ও মেহগনি গাছ কেটে নেওয়া হয়েছে চেয়ারম্যানের নেতৃত্বে।

Pop Ads

এ বিষয়ে মোবাইলফোনে যোগাযোগ করা হলে একডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম বলেন, আমার ইউনিয়নের গাছ আমি কাটলে টেন্ডার লাগবে কেন।

গাছ গুলো পড়েছিল তাই কেটে নেয়া হয়েছে। টেন্ডার ছাড়া কেন গাছ কাঁটার বিষয়র জানতে চাইলে অকথ্য ভাষায় গালিগালাজ করে ফোন কেটে দেয়।

এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুন এর সাথে কথা হলে তিনি জানান, বিষয়টি জানার পর বন বিভাগের লোক পাঠিয়ে গাছ গুলো জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here