নওগাঁর সাপাহারে সার ও কীটনাশক ভেজালবিরোধী অভিযানে ৩০ হাজার টাকা  জরিমানা !

নওগাঁর সাপাহারে সার ও কীটনাশক ভেজালবিরোধী অভিযানে ৩০ হাজার টাকা  জরিমানা ! ছবি-প্রত্যয়

সুপ্রভাত বগুড়া (নওগাঁ জেলা সংবাদদাতা): নওগাঁর সাপাহারে  সার ও কীটনাশক ভেজালবিরোধী অভিযানে  ভেজাল কীটনাশক রাখার  দায়ে একজন মালিক কে জরিমানা করা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বুধবার সকাল ১১ :৩০ মিনিটের  দিকে উপজেলার তিলনা রোড  মেসার্স আবু ট্রেডার্স  দোকানে  অভিযান চালিয়ে  ভেজাল কীটনাশক রাখার দায়ে দোকান মালিক  আবু হায়াত কে ৩০ হাজার টাকা জরিমানা করা  হয়েছে।

Pop Ads

উক্ত আদালটি  পরিচলনা করেন নির্বাহী  মাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন। এসময় উপজেলা কৃষি অফিসার মজিবুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার মুনিরুজ্জামান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আতাউর রহমান সেলিম, সাংবাদিক জাহাংগীর আলম মানিক প্রমূখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার মজিবুর সাথে হলে তিনি বলেন,  কৃষক যেনো সার ও কীটনাশক ক্রয় করে  প্রতারিত  না হোন  সেই লক্ষে এই  ভেজাল বিরোধী অভিযান অব্যাহত আছে ও আগামীতেও চলমান থাকবে বলেও  জানান তিনি।