নভেম্বরেই মাঠে ফিরছেন মাশরাফী : বিসিবির নির্বাচক

নভেম্বরেই মাঠে ফিরছেন মাশরাফী : বিসিবির নির্বাচক

সুপ্রভাত বগুড়া (খেলা-ধুলা): প্রেসিডেন্টস কাপের পর একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বিসিবি। আগামী ১৫ নভেম্বর শুরু হবে আসরটি। থাকবে ৫টি দল। এরইমধ্যে খেলোয়াড়দের একটি খসড়া তালিকাও করে রেখেছেন নির্বাচকরা। সেই ভাবনায় আছেন মাশরাফীও।

টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার জন্য একান্ত অনুশীলনও শুরু করেছিলেন ম্যাশ। তবে সেখানে আবারো শিকার হয়েছেন ইনজুরির। ফলে তৈরি হয়েছে শঙ্কা। তবে বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমনের আশা, টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই ফিট হয়ে উঠবেন ম্যাশ।

Pop Ads

হাবিবুল বাশার সুমন বলেন, আজকে তো মাত্র ২৪ তারিখ। এখনও ৩ সপ্তাহ সময় আছে। যতটুকু শুনেছি মাশরাফীর ইনজুরি অতোটা গুরুতর নয়। সুস্থ থাকলে সেও এই টুর্নামেন্টে অংশ নেবে।

প্রেসিডেন্টস কাপের ফাইনাল রোববার (২৪ অক্টোবর)। তার আগে দেশে ফিরে গেছেন তিন কোচ। তবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলাকালীন আবারো ছুটি কাটিয়ে ঢাকায় ফিরবেন তারা। নিশ্চিত করেছেন হাবিবুল বাশার সুমন।