“নীলকষ্ট”

রুদ্র অয়ন এর কবিতা    
শ্রাবণের মেঘগুলো উড়ে যায়
কিছু নীলকষ্ট কি 
তার সাথে উড়ে বেড়ায়?
 
তোমার স্মৃতির মতো
আমার চশমার কাঁচ 
আজকাল ঝাপসা 
অস্পষ্ট লাগে,
স্মৃতিকাতরতায়! 
 
এখনও শ্রাবণ আসে 
বৃষ্টির সঞ্জিবনী শক্তিতে
আনন্দে মেতে ওঠে 
তরুলতা, বৃক্ষরাজি ;
সবুজ হয় প্রকৃতি। 
 
অথচ এ জীবনে 
শ্রাবণবিহীন শুধু 
এলোমেলো হাওয়া! 
মেঘবৃষ্টির আনাগোনা 
থমকে থাকে পাথর চোখে। 
-রুদ্র অয়ন
ঢাকা, বাংলাদেশ   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here