পাকিস্তানে চোখ ওঠা রোগের পরিস্থিতি ভয়াবহ

49
পাকিস্তানে চোখ ওঠা রোগের পরিস্থিতি ভয়াবহ

পাকিস্তানে ভয়াবহ পরিস্থিতি ধারণ করেছে কনজেক্টিভাইটিস বা চোখ ওঠা রোগ। এরই মধ্যে দেশটির পাঞ্জাব প্রদেশে এ রোগে আক্রান্তের সংখ্যা প্রায় লাখের কাছাকাছি পৌঁছেছে।

শনিবার জিও নিউজ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রদেশটিতে মোট ১০ হাজার ২৬৯ জন কনজেক্টিভাইটিসে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত এখানে সর্বমোট এ রোগে আক্রান্ত হয়েছেন ৯৯ হাজারেরও বেশি মানুষ।

Pop Ads

এর আগে কনজেক্টিভাইটিসের প্রাদুর্ভাবে পাঞ্জাব প্রদেশের স্কুলগুলো চার দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

সেই হিসেবে আগামী সোমবার স্কুলগুলো বন্ধ শেষে ফের খোলার কথা। স্কুল খোলার পরও আগত শিক্ষার্থীদের বাইরে দাঁড় করিয়ে তাদের চোখ পরীক্ষা করার নির্দেশনা দেয়া হয়েছে। এ সময় যদি কারো চোখে কনজেক্টিভাইটিসের আলামত দেখা যায়, তাহলে তাকে বাড়িতে পাঠিয়ে দিতে বলা হয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো বলছে- শুধু পাঞ্জাব-ই নয়; বরং লাহোর, ফয়সালাবাদ, মুলতান, রহিম ইয়ারখান ও ভাওয়ালপুরেও এ রোগের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়েছে।

ভাওয়ালপুরে এখন পর্যন্ত কনজেক্টিভাইটিসে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৪০ জন, ফয়সালাবাদে ১ হাজার ১৩২ জন, মুলতানে ১ হাজার ৪৮ জন, রহিম ইয়ারখানে ৬০৮ জন ও লাহোরে ৪৫২ জন।