প্রতিদিন ৫০ লিটার দুধ ফ্রী দিচ্ছেন ঝিনাইদহ মহারাজপুরের নুর আলি

সুপ্রভাত বগুড়া (রাসেল আহাম্মেদ, ঝিনাইদহ): মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য একটু সহানুভূতি মানুষ পেতে পারে না, ঝিনাইদহ সদর উপজেলায় মহারাজপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে মোঃ টেংরা মন্ডলের ছেলে মোঃ নুর আলি মিয়া গত ১৫ দিন ধরে গ্রামের ৯০ জন পরিবারে মাঝে ৪০ থেকে ৫০ লিটার দুধ ফ্রী প্রধান করছেন।

মোঃনুর আলি জানান আমি খুব সাধারন একজন মানুষ, করোনার প্রভাবে দেশের এই ক্লান্তি লগ্নে আমি আমার গ্রামের ৮০ থেকে ৯০ জন পরিবারের মাঝে ফ্রী দুধ প্রধান করছি, আসলে এই ক্লান্তিলগ্নে দুধ প্রধানের মাধ্যমে আমি ব্যক্তিগত ভাবে বলতে চাই আসলে বেচে থাকলে অনেক কিছুই হয়তো পাবো জীবনে,

Pop Ads

আমার পক্ষ থেকে এই সামান্য দুধ মানুষের ভিতরে দিতে পেরে নিজেকে একটু ভাগ্যবান মনে করছি,আসলে আমি সবসময় গ্রামের মানুষের পাশে থাকতে চাই,আমি সব-সময় চেষ্টা করি অসহায় মানুষের পাশে দাড়াতে,কারন আমার জীবন টা ও খুব অভাবের ১০ বছর আগে ১ টা গরু দিয়ে আমার খামার শুরু হয়,

এখন আমার খামের ১৫ টা গরু ও ৪০ টা গাড়োল আছে, এলাকাবাসী জানায় প্রকৃত একজন আওয়ামিলীগের কর্মী হিসাবে কখনো পাইনি কোন রকম সুযোগ সুবিধা ,একসময় অভাবের তারনে মিলে নাই একমাত্র শিক্ষিত  ছেলে শাওনের চাকরি,

ছেলে শাওন বলেন যদি সরকারি ভাবে আমরা কোন লোন পেতাম তাহলে আমাদের গরুর ফার্মটা অনেক বড় করতে পারতাম যেখানে কয়েকজন ব্যক্তির কর্মসংস্থানের ব্যবস্থা হতো, 

কৃষ্ণপুর গ্রামের নুর আলি মিয়ার এই মহৎ উদ্যোগ কে এলাকার সামাজিক মহল সাধুবাদ জানিয়েছে, এলাকার সামাজিক মহল মনে করেন সত্তিই নুর আলি একজন উদার ও অনেক বড় মনের মানুষ, তার এই উদ্যোগেকে শুভেচ্ছা ও স্বাগত  জানিয়েছে এলাকাবাসী, 

এই বিষয়ে মোঃ নুর আলির সন্তান শাওন  বলেন দেশের এই ক্লান্তিকালে আমাদের পরিবার সামান্য দুধ প্রদান করতে পেরে সত্তিই ভাল লাগছে  সেই সাথে আমার বাবা এবং আমাদের পরিবার সবসময়  আমাদের  সামর্থ্য অনুযায়ী  মানুষের পাশে থাকতে চেষ্টা করব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here