ফেনীতে ডাঃ মুসা হাসনাতের উদ্যোগে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ

সুপ্রভাত বগুড়া (এমদাদ খান ): ফেনী কার্ডিয়াক সেন্টারের চেয়ারম্যান ডা. মুসা হাসনাতের উদ্যোগে ফেনীর বিভিন্ন স্থানে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল অংশে ও শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে পথচারী, পরিবহন শ্রমিক, স্থানীয়ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষদের মাঝে সুরক্ষা সরঞ্জাম হিসেবে মাস্ক বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ফেনী কার্ডিয়াক সেন্টার অ্যান্ড স্পেশালিষ্ট হাসপাতালের চেয়ারম্যান ডা. মুসা হাসনাত, মহিপাল হাইওয়ে থানার ইনচার্জ আসাদুজ্জামান, ট্রাফিক সার্জেন্ট মোঃ আবু নাঈম সিদ্দিকী, মোঃ শাখাওয়াত উল্ল্যাহ,এএসআই শোয়েব হোসেন, দৈনিক প্রভাতি খবর পত্রিকার ফেনী প্রতিনিধি ও সত্যের অনুসন্ধানের প্রধান সম্পাদক নাজিম উদ্দিন চৌধুরী,

Pop Ads

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফেনী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রথম আলো ফেনী বন্ধুসভার সভাপতি শেখ আশিকুন্নবী সজীব,দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার ফেনী সদর উপজেলা প্রতিনিধি কামরুল হাসান সিদ্দিকী, দৈনিক ডেসটিনি ফেনী জেলা প্রতিনিধি জসিম উদ্দিন ফরায়েজী,দৈনিক ফেনীর সময়ের প্রতিনিধি জিয়াউল হক সোহেল সহ অনেকে।

ফেনী কার্ডিয়াক সেন্টারের চেয়ারম্যান ডা. মুসা হাসনাত সাংবাদিকদের জানান, বর্তমান করোনা পরিস্থিতিতে এখনো বেশকিছু শ্রেনী পেশার মানুষের মাঝে সচেতনতা নেই। তাছাড়া ফেনীর প্রাণকেন্দ্র মহিপালে প্রতিনিয়ত বিভিন্ন শ্রেনী পেশার মানুষের যাতায়াত হওয়ায় অসচেতনতার ফলে বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি।

মূলত মানুষের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে এই কর্মসূচি। অন্যদিকে তার কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন মহিপাল হাইওয়ে থানার ইনচার্জ আসাদুজ্জামান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here