ফ্রান্সে মধ্য আকাশে দুটি ছোট বিমানের সংঘর্ষে ৫ জন নিহত !

ফ্রান্সে মধ্য আকাশে দুটি ছোট বিমানের সংঘর্ষে ৫ জন নিহত !

সুপ্রভাত বগুড়া (আন্তর্জাতিক): ফ্রান্সের পশ্চিমাঞ্চলীয় লচেস এলাকায় মধ্য আকাশে দুটি ছোট বিমানের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার (১০ অক্টোবর) দক্ষিণপূর্ব ফ্রান্সের বার্সেলোনেট্টে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিমান দুটি মাটিতে পড়ে আগুন লেগে যায়। পরে দমকলবাহিনীর ৫০ জন কর্মী এসে বিমান দু’টির আগুন নেভাতে কাজ করে। তবে, বিমান দু’টি কী ভাবে মাঝআকাশে মুখোমুখি চলে এল  বা দুর্ঘটনার কারণ কী, তা জানা যায়নি। লচেস পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।

Pop Ads

এরআগে সর্বশেষ ২০১৫ সালের মার্চে ফ্রান্সে যাত্রিবাহী বিমান ভেঙে ১৪৮ জন যাত্রীর নিহত হয়। জার্মান এয়ারলাইন্সের এয়ারবাস এ-৩২০ বিমানটি স্পেনের বার্সেলোনা থেকে জার্মানির ডুসেলডর্ফেও উদ্দেশ্যে রওনা দিয়েছিল।

বিমানে ১৪২ জন যাত্রী ছাড়াও দুই পাইলটসহ ছয়জন কর্মী ছিলেন। মাঝ পথে দক্ষিণপূর্ব ফ্রান্সের বার্সেলোনেট্টে এলাকায় একটি স্কি রিসোর্টের কাছাকাছি ভেঙে পড়ে।