নিষেধাজ্ঞা তুলে নিলে ২৫ দেশের মানুষ সৌদিতে ফেরার সুযোগ পাবে !

সৌদি আরব ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিলে সেদেশে ফেরার সুযোগ পাবে বাংলাদেশসহ ২৫টি দেশের মানুষ। বুধবার এমন আশার বাণী শুনিয়েছে সৌদি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। তবে কবে নাগাদ এই নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে সে বিষয়ে নিশ্চিত তথ্য মেলেনি।

ধারণা করা হচ্ছে, শিগগিরই আসতে পারে ঘোষণা। তবে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর সৌদি আরবে প্রবেশ করতে হলে মানতে হবে সাতটি শর্ত। প্রথম শর্ত, ভ্রমণের আগে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েব সাইট থেকে ফরম সংগ্রহ করে তা বিমানবন্দরে জমা দিতে হবে।

Pop Ads

ভ্রমণের সাত দিন আগে থেকেই থাকতে হবে কোয়ারেন্টিনে এবং পৌঁছানোর আট ঘণ্টা আগেই জানাতে হবে বাড়ির ঠিকানা।

করোনা ঝুঁকি কমাতে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়কে দিতে হবে স্বাস্থ্য সম্পর্কিত তথ্য। তবে এই ২৫ দেশের মধ্যে নাম নেই ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here