বিহারের সীতামারহিতে রাস্তা তৈরির কাজ বন্ধ করে দিয়েছে নেপাল

সুপ্রভাত বগুড়া ( আন্তর্জাতিক): এবার বিহারের সীতামারহিতে রাস্তা তৈরির কাজ বন্ধ করে দিয়েছে নেপাল কর্তৃপক্ষ। বিষয়টি ভারতের স্বরাষ্ট্র দফতরকে জানিয়েছে র‍াজ্য সরকার। খবর টেলিগ্রাফ ইন্ডিয়া,

দ্যা ডিপ্লোম্যাট ও হিন্দুস্তান টাইমস’র।তবে ভারতের দাবি, যে রাস্তার কাজে বাধা দেয়া হয়েছে সেখানে দুই দেশের মধ্যে সীমান্ত নির্দিষ্ট করা আছে ও দুই দেশের মধ্যে যে নো ম্যানস জোন তার উভয় দিকে চেক পোস্টও আছে।

Pop Ads

তারপরও নেপাল রাস্তার কাজে বাধা দিয়েছে। অন্যদিকে সার্ভে রেকর্ড অনুযায়ী ওই জমি তাদের বলে দাবি করছে নেপাল। জানা যায়, সীতামারহি রাস্তার বিশেষ ধার্মিক তাৎপর্য রয়েছে।

এটি জানকী মন্দিরের সঙ্গে সীতা দেবীর জন্মভিটে সীতামারহিকে যুক্ত করেছে।উল্লেখ্য, এর আগে পূর্ব চম্পারণ জেলায় বাঁধের কাজ আটকে দিয়েছিল নেপাল। সেই বিষয়টি এখনও মীমাংসা হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here