বগুড়ায় জননেত্রী শেখ হাসিনা পরিষদের বৃক্ষরোপণ 

বৃহস্পতিবার সকালে শহরের চেলোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে জননেত্রী  শেখ হাসিনা পরিষদ বগুড়া জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির করা হয়। ছবি-হেলাল

স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা দেশব্যাপী বৃক্ষরোপণ   কর্মসূচি শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে জননেত্রী শেখ হাসিনা পরিষদ বগুড়া জেলা শাখার উদ্যোগে শহরের চেলোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শ্রী প্রদীপ কুমার রায়।

সংগঠনের জেলা সভাপতি নব কুমার সুয্য’র সার্বিক ব্যবস্হাপনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৬নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ রনজু মিয়া, ওয়ার্ড ছাত্র  লীগের সভাপতি মোহাম্মদ আলী শান্ত, জননেত্রী শেখ হাসিনার পরিষদের সাধারণ সম্পাদক পাপ্পু সরকার, দপ্তর সম্পাদক মিন্টু সরকার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক, প্রচার সম্পাদক হারুনুর রশিদ, সৌরভ, আকন্দ, তপু,   রিদওয়ান প্রমুখ।

Pop Ads

এ সময় প্রধান অতিথি বলেন পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বৃক্ষ রোপণ অতীব  জরুরী, তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ তৃণমূল থেকে শুরু করে প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ বাড়ীর উঠানে বা ফাঁকা জায়গায় ফলজ-বনজ ঔষধি গাছ রোপণ করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here