বগুড়ায় বিষাক্ত মদ খেয়ে মৃত্যুর ঘটনায় ৪হোমিও মালিক গ্রেপ্তার !

বগুড়ায় বিষাক্ত মদ খেয়ে মৃত্যুর ঘটনায় ৪হোমিও মালিক গ্রেপ্তার ! ছবি-হেলাল

স্টাফ রিপোর্টার : বগুড়ায় বিষাক্ত মদ খেয়ে মৃত্যুর ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মদখেয়ে ৮ জনের মৃত্যুর কথা বলছে প্রশাসন। যদিও বিভিন্ন সংবাদ মাধ্যমে ১৬ জনের মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে।
বুধবার বেলা ১১ টায় বগুড়া সদর থানায় পুলিশ সুপার আলী আশরাফ ভুঁইয়া বিপিএম সাংবাদিকদের প্রেসব্রিফিংএ ৮ জনের মৃত্যু ও ৪ জনকে গ্রেফতারের বিষয়টি জানান।

গ্রেফতারকৃতরা হলেন, পারুল হোমিও ল্যাবরেটরীজ বগুড়ার মালিক নুরুন্নবী (৫৮), মুন হোমিও হল এর মালিক আব্দুল খালেক (৫৫), করতোয়া হোমিও ফার্মেসীর মালিক শাহিদুল আলম সবুর (৫৫), এবং হাসান হোমিও ফার্মেসীর কর্মচারী আবু জুয়েল।

Pop Ads

মদ খেয়ে যারা মারা গেছেন তারা হলেন, পুরান বগুড়া দক্ষিণপাড়ার প্রেমনাথ রবিদাসের ছেলে সুমন রবিদাশ (৩৮), শহরের কাটনারপাড়া হাটুমিয়া লেনের মৃত কাশেম প্রাং এর ছেলে সাজু প্রাং (৪৯), ফুলবাড়ি দক্ষিন পাড়ার জলিল মন্ডলেল ছেলে পলাশ মন্ডল (৩৫), ফুলবাড়ি মধ্যপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে আঃ জলিল (৬৫),

পুরান বগুড়া দক্ষিন পাড়ার রামপতির ছেলে প্রেমনাথ (৭০), একই এলাকার রামগতির ছেলে রমনাথ (৬০), পুরান বগুড়া জিলাদার পাড়ার মৃত রুস্তম আলীর ছেলে রমজান আলী, ফাঁপোড় পশ্চিম পাড়ার মৃত মালেকৈর ছেলে জুলফিকার আলী (৫৫)। গত সোমবার সদর থানায় মামলা দায়ের করার পর থেকেই পুলিশ জড়িতদের ধরতে মাঠে নেমেছে।