বগুড়া’র বালু ব্যবসায়ী ও সন্ত্রাসীদের কঠোর হুশিয়ারী দিলেন পুলিশ সুপার

আজ বিকাল ৫.৩০মি. বগুড়া সদর থানা কর্তৃক আয়োজিত ০২, ১৭ ও ১৮ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ইউনিটের আইন-শৃঙ্খলা বিষয়ক ও করোনা ভাইরাস সংক্রমণ রোধ কল্পে করণীয় বিষয়ে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আলী আশরাফ ভূঁইয়া বিপিএম-বার। ছবি-দিপংকর


সুপ্রভাত বগুড়া (এ কে দিপংকর, বগুড়া সদর প্রতিনিধি): বগুড়া’র বালু ব্যবসায়ী ও সন্ত্রাসীদের কঠোর হুশিয়ারী দিলেন বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বিপিএমবার। আজ বিকাল ৫.৩০মি. বগুড়া সদর থানা কর্তৃক আয়োজিত ০২, ১৭ ও ১৮ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ইউনিটের আইন-শৃঙ্খলা বিষয়ক ও করোনা ভাইরাস সংক্রমণ রোধ কল্পে করণীয় বিষয়ে মত বিনিময় সভা মাটিডালি হাই স্কুল হলরুমে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস এম বদিউজ্জামান। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আলী আশরাফ ভূঁইয়া বিপিএম-বার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল জনাব সনাতন চক্রবর্তী,

Pop Ads

বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক, সদর থানার তদন্ত ইন্সপেক্টর মোঃ রেজাউল করিম রেজা, ২ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ইউনিট এর সভাপতি জনাব মানিক সরকার, ১৮ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ও ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ টিপু সুলতান(সাবেক কাউন্সিলর), ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর মেজবাউল হক মেজবাহ,

১৮নং ওয়ার্ড কাউন্সিলর এস এম মোরশেদ মিটন, ২ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু , সাবেক জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক মাশরাফি হিরো, সদর উপজেলা যুবলীগের সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম দুলু, বিশিষ্ট ব্যবসায়ী ও জাসদ নেতা এ্যাডভোকেট এমদাদুল হক এমদাদ,

জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম এর বাবা মোঃ আলহাজ্ব আব্দুল হামিদ তারা, ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম পলাশ, এসআই শহিদুল ইসলাম, ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম অরুণ, সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম রব্বানী, আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ মাস্টার, মোশারফ হোসেন মিলু, অ্যাডভোকেট জামাল পাশা রানা,

শ্রী নিমাই চন্দ্র দাস, হারেজ উদ্দিন সন্টু, মাসুদ রানা, ১৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু, ১৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ হাবিল আকন্দ, ১৮ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব কাজল, মাটিডালি হাই স্কুলের প্রধান শিক্ষক লাল মিয়া সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা, সাংবাদিক ও অন্যান্য সুধি জন।

সভায় পুলিশ সুপার মহোদয় বগুড়ার আইন শৃঙ্খলা ঠিক রাখতে সবার সহযোগিতা কামনা করেন এবং দৃঢ় কন্ঠে বালু ব্যবসায়ী ও সন্ত্রাসীদের উদ্দেশ্যে বলেন জেলায় যে কোন মূল্যে আইন শৃঙ্খলা রক্ষার্থে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

বালু, ইট, সিমেন্ট, রড যার যেখান থেকে খুশি সেখান থেকে নিবেন। নির্মাণাধীন বাড়ি পুলিশ নজরে রাখবে বলেও তিনি জানান। তিনি সবার উদ্দেশ্যে এসব সন্ত্রাসীদের সম্পর্কে পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান জানান।

বালু ব্যবসায়ী ও সন্ত্রাসীদেরও সাবধান হওয়ার হুশিয়ারি দিয়ে বলেন করোনা ভাইরাসের এই দূর্সময়ে যারা এসব কাজে লিপ্ত হচ্ছে তাদের ক্ষমতা যত বড়ই হোক কেউ ছাড় পাবে না। সভাটিতে উপস্থাপনা করেন ‘দৈনিক সুপ্রভাত বগুড়া’র সদর উপজেলা প্রতিনিধি সাংবাদিক এ.কে দিপংকর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here