বগুড়া সদরে নতুন আক্রান্ত ১৪৫জন ! জেনে রাখুন এলাকাগুলো

প্রতিকী-ছবি

স্টাফ রিপোর্টার: বগুড়ায় গত মঙ্গলবারের (১৬ জুন) সর্বশেষ ফলাফল অনুযায়ী নতুন করে ১৮৬জন করোনায় আক্রান্তের খবর জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে সদরেরই ১৪৫জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে।

এই নিয়ে সদরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক হাজার ১৭৬জন।  সদর উপজেলার কোভিট-১৯ ফোকাল পার্সন ডা. মনিরুজ্জামান মনির জানান, নতুন করে ১৪৫জনের মধ্যে গালাপট্টি একজন, গোকুলে ৭জন, জেলখানায় একজন, 

Pop Ads

জলেশ্বরীতলায় ৫জন, জামিলনগরে একজন, কালিতলায় ২জন, কাটনারপাড়ায় ১২ জন, নামাজগড়ে ২জন, পুলিশ লাইন্সে ২জন, পুরাণ বগুড়ায় একজন, সাবগ্রামে ৩জন, সূত্রাপুরে ৪জন, ঠনঠনিয়ায় ৩জন, 

নারুলীতে  ১৩জন, মালগ্রামে একজন, দশটিকায় একজন, চেলোপাড়ায় একজন, উপশহরে একজন, শজিমেকে একজন, টিএমএসএস একজন, মোহাম্মদ আলী হাসপাতালে একজন,  তিনমাথায় ২জন, মেঘাগাছায় ২জন, সবুজবাগে একজন, নাটাইপাড়ায় ৫জন, নিশিন্দারায় ৮জন, 

মালতীনগরে ৪জন, রহমাননগরে ২জন, বাদুরতলায় ৩জন, বাঘোপাড়ায় একজন, ফুলদিঘী ২জন, শহরদিঘী একজন, চৈতনাপুর একজন, বেলাইল একজন, পালশা একজন,ফুলবাড়ি ৭জন, বৃন্দাবনপাড়া ৩জন, 

কৈগাড়ি ৩জন, চালিতাবাড়ী ২জন, চাপোড়পাড়া একজন, চকসূত্রাপুরে ৪জন, কলোনী ৪ জন, দত্তবাড়ি একজন ও ধরমপুরে একজন করে করোনায় শনাক্ত হয়েছেন। 

তিনি আরও জানান, এই ১৪৫জনের মধ্যে ফোন বন্ধ ১১জনের, ফোন ধরেনি ৩জন এবং একজনের নাম্বার নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here