বগুড়ায় র‌্যাবের পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেটসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ায় র‌্যাবের পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেটসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব-১২, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়া জেলার সদর ও আদমদীঘি থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট হেফাজতে রাখিয়া অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে বগুড়া র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল ২০ জানুয়ারি ২০২২ ইং তারিখ সময় ১৬.০০ ঘটিকায় বগুড়া জেলার আদমদীঘি থানাধীন ঢাকা রোড মাছ বাজার সান্তাহারস্থ মেসার্স জহুরা ইন্ড্রাস্ট্রিজ জহুরাসিটি গার্ডেন (প্রস্তাবিত)

এর সামনে ইলেক্ট্রিক পিলার এর নিকট অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোছাঃ লিপি খাতুন (২৫), পিতা-মোঃ বাচ্চু মন্ডল, সাং দোগাছী, ২। মোঃ সালমান সরদার (২৪), পিতা-মোঃ মামুন সরদার, সাং-এনায়েতপুর, উভয় থানা ও জেলা-নওগাঁদ্বয়কে ৪৫ পিস ইয়াবা ও মোবাইলসহ গ্রেফতার করে এবং একটি আভিযানিক দল ২০ জানুয়ারি ২০২২ ইং তারিখ সময় ২০.০০ ঘটিকায় বগুড়া জেলার সদর থানাধীন মাটিডালি বিমান মোড়ে দক্ষিণ পাশের্^ ফাকা জায়গায় অভিযান পরিচালনা করে

Pop Ads

মাদক ব্যবসায়ী মোঃ মিনার রহমান (২৮), পিতা-মৃত হানিফ উদ্দিন, সাং-ফুলবাড়ী, থানা ও জেলা-বগুড়াকে ১১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোবাইলসহ গ্রেফতার করে এবং আরও একটি আভিযানিক দল ২০ জানুয়ারি ২০২২ ইং তারিখ সময় ২২.০০ ঘটিকায় বগুড়া জেলার সদর থানাধীন বৃন্দাবন পাড়াস্থ সুবিল জামে মসজিদ এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী

১। মোঃ বাদশা মিয়া (২৮), পিতা-মৃত কিস্তাম আলী প্রামানিক, সাং-কদিমপাড়া, ২। মোঃ বাবু ইসলাম (২৮), পিতা-মৃত মহিদুল, সাং-দশটিকা ডাক্তারপাড়া, উভয় থানা ও জেলা-বগুড়াদ্বয়কে ১৫৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মোবাইল ও নগদ টাকাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সদর ও আদমদীঘি থানায় সোপর্দ করা হয়েছে।