বগুড়া পৌরসভার সাড়ে ৪২ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়া পৌরসভার সাড়ে ৪২ কোটি টাকার বাজেট ঘোষণা। ছবি-হেলাল

সুপ্রভাত বগুড়া (আবু সাঈদ হেলাল): বগুড়া পৌরসভার ২০২০-২০২১ অর্থ বছরের জন্য ৪২কেটি ৪৮ লাখ ৮৫হাজার ৯শত ৬৬ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।

 এর মধ্য রাজস্ব খাতে২৭কোটি ৭৫লাখ৫হাজার ৯শত ৬৬টাকা এবং উন্নয়ন খাতে ১৪কোটি ৭৩লাখ ৮০হাজার টাকা রয়েছে।

Pop Ads

করোনা পরিস্থির কারনে সিমিত আকারে বৃহস্পতিবার অিনুষ্ঠিত সভায় উপস্থিত পৌর পরিষদের সকল কাউন্সিলর উক্ত বাজেট অনুমোদন করেন।

নতুন বাজেটে কোন নতুন করারোপ করা হয়নি। আগামী অর্থ বছরে রাস্তা,ড্রেন, কালভার্ট, ড্যাম্পিং স্পট,পাবলিক টয়লেট,খান্দারের নীল সাগর দিঘীতে বিনোদনের ব্যবস্থাকরন,পৌর উ্চ্চ বিদ্যায়য় সংস্কার, শিশু পার্ক নির্মান,শিক্ষার্থী ছাউনি নির্মান, 

কবরস্থান, শশ্মান ঘাট সংস্কার, জলবায়ু পরিবর্তন জনিত পরিস্তিতি মোকাবেলা অন্তভুক্ত রয়েছে।

উন্নয়ন খাতে সরকারী বরাতুলতা ও পৌরসভার নিজস্ব আয়ের স্বল্পতা তুলে ধরে মেয়র এ্যাড, একেএম মাহবুবর রহমান বলেন, বর্তমান করোন পরিস্থিতে আগামী বছর পৌর এলাকার উন্নয়ন এর ধারাবাহিকতা ধরে রাখাই  বড় চ্যালেঞ্জ।

কাউন্সিলররা যে ভাবে সার্বিক সহযোহিতা করছে তা অব্যহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here