বায়ুদূষণে শীর্ষে ঢাকা

9
বায়ুদূষণে শীর্ষে ঢাকা

বিশ্বের ১০০টি দূষিত শহরের মধ্যে ঢাকার অবস্থান আজও শীর্ষে রয়েছে। বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচকে বুধবার সকাল ১০টা ৪৫ মিনিটে ২৬৬ স্কোর নিয়ে শীর্ষে উঠে আসে রাজধানী ঢাকা। গতকাল মঙ্গলবার এই তালিকায় ঢাকার স্থান ছিল দ্বিতীয়।

ওই তালিকায় ২৫৪ স্কোরে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতে দিল্লি।

Pop Ads

২৩৯ ও ২৩১ স্কোর নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর এবং করাচি শহর। আর ২২২ স্কোরে পঞ্চম স্থানে ভারতের কলকাতা।
আইকিউএয়ারের দেওয়া আজকের ওই তালিকায় বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই (পিএম ২.৫) দূষণের প্রধান উৎস। আজ ঢাকার বাতাসে যতটা এই বস্তুকণা আছে, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ৪৩ দশমিক ৩ গুণ বেশি।

আইকিউএয়ার জানায়, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে বায়ুর মান ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক’ বলে বিবেচিত হয়।