মাসসেরা ইতিহাস গড়লেন নাহিদা

7
মাসসেরা ইতিহাস গড়লেন নাহিদা

প্রথম বাংলাদেশি নারী হিসেবে আইসিসির মাসসেরা নারী ক্রিকেটারের পুরস্কার জিতেছেন টাইগ্রেস নাহিদা আক্তার। সতীর্থ ফারজানা হক এবং পাকিস্তানের সাদিয়া ইকবালকে পেছনে ফেলে এই বাঁহাতি স্পিনার জিতে নিয়েছেন এই পুরস্কার।

সোমবার (১১ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে নভেম্বরের মাস সেরা হওয়ার খবর জানায় আইসিসি।

Pop Ads

নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশের মেয়েরা। যেখানে বড় অবদান ছিল নাহিদা আক্তারের। পাকিস্তান নারী দলকে ২-১ ব্যবধানে হারায় বাংলাদেশ নারী দল। যেখানে ৭ উইকেট শিকার করে সিরিজ সেরার পুরস্কার জেতেন নাহিদা। তার বোলিং গড় ছিল মাত্র ১৪। সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা নাহিদা।

মাসসেরার পুরস্কার জেতার পর নাহিদা আইসিসিকে বলেছেন, ‘এ মুহূর্তটা মনে রাখার মতো। এমন মর্যাদাপূর্ণ ক্রিকেট বিশেষজ্ঞদের নিয়ে গড়া প্যানেল থেকে পাওয়া স্বীকৃতির তাৎপর্য অনেক। আইসিসির মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা আমার জন্য প্রেরণা ও উৎসাহের বিশাল উৎস হয়ে থাকবে।’