যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের প্যারেডে গুলিবর্ষণ, নিহত ৬

144

সুপ্রভাত বগুড়া ডেস্কঃ যুক্তরাষ্ট্রের শিকাগোতে দেশটির স্বাধীনতা দিবসের প্যারেডে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত হয়েছেন অন্তত ছয়জন। এছাড়া আহত হয়েছেন আরও ২৪ জন। স্থানীয় সময় সোমবার (৪ জুলাই) হাইল্যান্ড পার্কে এ হামলা হয় বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।কর্মকর্তারা জানান, বন্দুক হামলায় ছয়জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।প্রত্যক্ষদর্শী আমারানি গার্সিয়া নিজের ছোট মেয়েকে নিয়ে প্যারেডে অংশ নেন।

তিনি জানান, কাছেই গুলির শব্দ শুনেন। এরপর কিছুক্ষণ বন্ধ ছিল। গুলি রিলোড করা হচ্ছিল বলে তার ধারণা। পরে আরও গুলির শব্দ শুনতে পান তিনি।গার্সিয়া বলেন, মানুষ চিৎকার করছিল ও দৌড়াচ্ছিল। আমি খুব ভয়ে ছিলাম। একটি ছোট দোকানে মেয়েকে নিয়ে লুকিয়ে পড়ি। আমার মনে হচ্ছিল আমরা আর নিরাপদ নই।

Pop Ads

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাদের ধারণা গুলিবর্ষণকারী একটি দোকানের ছাদে অবস্থান নিয়ে প্যারেডের জমায়েত লক্ষ্য করে গুলি করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, প্যারেডের ব্যান্ড ও অংশগ্রহণকারীদের শৃঙ্খলা হঠাৎ করে ভেঙে যায়। বড় ধরনের কয়েকটি শব্দ শোনার পর লোকজন দৌড়াতে শুরু করেন।

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, ঘটনার পর বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক রয়েছেন। হাইল্যান্ড পার্কের আশেপাশের এলাকা নিরাপত্তা বলয়ে আনা হয়েছে।

২৪ মে টেক্সাসের উবালদেতে একটি প্রাথমিক স্কুলে এক হামলায় ১৯ শিশু ও ২ শিক্ষক নিহতের ঘটনা মার্কিনীদের মনে তাজা থাকা অবস্থায় শিকাগোতে এই হামলা হলো। এর আগে ১৪ মে নিউ ইয়র্কের বুফেলোতে একটি মুদির দোকানে গুলিবর্ষণে ১০ জন নিহত হয়েছিলেন।

সুপ্রভাত বগড়া/ এম রাসেল আহমেদ