রাজারহাটে (বিআরডিবি) আওতায় -১০০ জন কৃষকের মাঝে বীজ বিতরণ

রাজারহাটে (বিআরডিবি) আওতায় -১০০ জন কৃষকের মাঝে বীজ বিতরণ। ছবি-সোহেল রানা

সুপ্রভাত বগুড়া (সোহেল রানা, কুড়িগ্রাম ): কুড়িগ্রামের রাজারহাটে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) রাজারহাট কর্তৃক বাস্তবায়িত দারিদ্র বিমোচনের লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চ মূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ কর্মসূচীর আওতায়-১০০ জন উপকারভোগী সদস্যদের মধ্যে বিনামূল্যে, ভুট্টা, সরিষা, তিল ও রসুন এর বীজ বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জনাব মো: মিজানুর রহমান,উপপরিচালক, কুড়িগ্রাম, জনাব নূরে তাসনিম, উপজেলা নির্বাহী অফিসার রাজারহাট,জনাব মো: আশিকুর ইসলাম মন্ডল সাবু,

Pop Ads

উপজেলা ভাইস চেয়ারম্যান,জনাব মো: কাশেম আলী মোল্ল্যাহ, সভাপতি, রাজারহাট ইউসিসিএলি: উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জনাব উজ্জ্বল কুমার রায় প্রমূখ। আরো উপস্থিত ছিলেন সদস্য বৃন্দ সহ সাংবাদিকগণ।