আদমদীঘিতে অভিনব কায়দায় ফেনসিডিল বহনের সময় ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আদমদীঘিতে অভিনব কায়দায় ফেনসিডিল বহনের সময় ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ছবি-শিমুল

সুপ্রভাত বগুড়া (শিমুল হাসান, (আদমদীঘি বগুড়া), প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির ইন্দইল নামক স্থানে মনিরুজ্জামান মানিক (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন, সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা। গ্রেপ্তারকৃত মানিক লালমনিরহাট সদরের ওয়্যারলেসপাড়ার জুলফিকার আলী ভুট্টুর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দীন সাংবাদিকদের বলেন, নওগাঁ থেকে ঢাকাগামী তনয় ট্রাভেলস্ নামের একটি বাসে যাত্রীবেশে ঢাকা যাওয়ার পথে বগুড়ার আদমদীঘির ইন্দইল আশা ফিলিং স্টেশনের নিকট বাসটি মঙ্গলবার রাত সাড়ে ১১টায় পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে তল্লাশী করা হয়।

Pop Ads

এসময় মনিরুজ্জামান মানিক নামের বাস যাত্রীর কাছে থাকা একটি স্কুল ব্যাগটি তল্লাশী করে ৩৪ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে বুধবার দুপুরে আদমদীঘি থানায় মাদকদ্রব্য বিশেষ আইনে একটি মামলা করা হয়েছে। এবং ঐদিন গ্রেফতারকৃত আসামি কে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।