শাজাহানপুর উপজেলা পরিষদের সামনে টাকা ছিনতাই, সিসি ক্যামেরায় তথ্যচিত্র

শাজাহানপুর উপজেলা পরিষদের সামনে টাকা ছিনতাই, সিসি ক্যামেরায় তথ্যচিত্র। ছবি-ওহাব

সুপ্রভাত বগুড়া (আবদুল ওহাব শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি): বগুড়ার শাজাহানপুর উপজেলা পরিষদের সামনে বিকল হয়ে রাস্তার পাশে থেমে থাকা একটি ট্রাকের কেবিনে ঘমিয়ে থাকা হাসান তালুকদার নামের ট্রাক হেলপারের পকেট কেটে ২০ হাজার টাকা হাতিয়ে নিয়ে পালিয়েছে ছিনতাইকারী। উপজেলা পরিষদের সিসি ক্যামেরায় ছিনতাই ঘটনার ভিডিও চিত্র ধারন রয়েছে আজ বুধবার ১২ আগষ্ট শাজাহানপুর থানার এসআই মামুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল ৬ টার দিকে শাজাহানপুর উপজেলা পরিষদ সংলগ্ন ঢাকা-বগুড়া মহাসড়কে এ ঘটনা ঘটে। ট্রাক হেলপার হাসান তালুকদার শরীয়তপুর সদর উপজেলার জনাব আলী তালুকদারের কান্দি নামক গ্রামের খোকন তালুকদারের ছেলে।

Pop Ads

ট্রাক হেলপার হাসান তালুকদার (২০) জানিয়েছেন, দিনাজপুরের সেতাবগঞ্জ থেকে ঢাকা মেট্রো ড ১৪-৩৩৫১ নম্বরের ট্রাকে কলা বোঝাই করে ঢাকার যাত্রাবাড়ি এলাকার উদ্দেশ্যে রওয়ানা করেন। পথিমধ্যে রাত ৩টার দিকে শাজাহানপুর উপজেলা পরিষদের সামনে পৌঁছামাত্র ট্রাকের গিয়ার বক্সে থাকা ব্লক ভেঙ্গে যায়। ফলে ট্রাকটি বিকল হয়ে পড়ে। এমতাবস্থায় ট্রাকটি রাস্তার পাশে রেখে ট্রাকের চালক ভেঙ্গে যাওয়া যন্ত্রাংশটি সংগ্রহ করতে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওয়ানা করেন।

অপরদিকে ট্রাকের কেবিনে বসে ট্রাক পাহাড়া দিচ্ছিলেন হেলপার হাসান তালুকদার। ভোর ৫টার দিকে তিনি ঘুমিয়ে পড়লে অজ্ঞাতনামা পকেটমার কেবিনে ঢুকে হেলপার হাসান তালুকদারের প্যাণ্টের পকেট কেটে ২০ হাজার ৮ শ’ ২০ টাকা নেয়। এরপর পেছনের পকেট কেটে মানি ব্যাগ নিতে গেলে হেলপার হাসান জেগে ওঠেন এবং পকেটমারকে জাপটে ধরেন।

এমতাবস্থায় পকেটমারের হাতে থাকা পকেট কাঁটার বেøড দিয়ে হেলপার হাসানের ডান হাতে আঁচড় দিয়ে সটকে পড়ে। উপজেলা পরিষদে স্থাপিত সিসি ক্যামেরা থেকে ঘটনাস্থলে পকেমারের আগমন, প্রস্থান এবং অপরাধ সংঘটনের ভিডিও চিত্র রেকর্ড হয়। ঘটনাটি জানার পর শাজাহানপুর থানা পুলিশ অপরাধীকে শনাক্ত পূর্বক আইনের আওতায় নিতে অভিযান শুরু করে। এছাড়া সিসি ক্যামেরার ফুটেজ দেখে অপরাধী শনাক্তের প্রক্রিয়া চলছে। শাজাহানপুর থানার ওসি আজীম উদ্দিন জানিয়েছেন, অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় নিতে পুলিশী অভিযান শুরু করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here