শোকের মাসে বিদ্যুৎ পেল লালপুরের ৩৫৪ পরিবার

শোকের মাসে বিদ্যুৎ পেল লালপুরের ৩৫৪ পরিবার। ছবি-নাহিদ

সুপ্রভাত বগুড়া (নেওয়াজ মাহমুদ নাহিদ, লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীর তীরবর্তী এলাকার চরজাজিরা ও দিয়ার শংকর গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (২৯আগষ্ট) সকালে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আয়োজনে উপজেলার চরজাজিরা এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সভাপতি ওয়াছেক আলী সোনারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যুতায়নের উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

Pop Ads

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের নাটোর নির্বাহী প্রোকৌশলী সাব্বিউল ফেরদৌস, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার আব্দুর রশিদ। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহামুদুল হক মুকুল,

সাংগঠনিক সম্পাদক খাইরুল বাশার ভাদু, নাটোর জেলা তাঁতীলীগের যুগ্ন সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, উপজেলা দলিল লেখক সমিতির আহব্বায়ক সাইফুল ইসলাম মোল্লা প্রমূখ। অনুষ্ঠানে সার্বিক তত্তাবধায়নে ছিলেন বিশিষ্ট সমাজসেবক মনোয়ার হোসেন নান্টু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here