সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান

সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান

বিশ্বব্যাপী বিদ্যুতের উৎপাদন উপকরণের দাম বেড়ে যাওয়া এবং ঘাটতি দেখা দেয়ায় সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকীর বক্তব্যে এই আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, শতভাগ বিদ্যুতায়নের মাধ্যমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা হলেও বর্তমানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানী হিসেবে ব্যবহৃত তেল, গ্যাসের দাম অত্যধিক বেড়েছে।

Pop Ads

পাওয়া যাচ্ছেনা কয়লাও। এই অবস্থায় সরকারে বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের ভর্তুকি দিচ্ছে বলে জানানা প্রধানমন্ত্রী। এছাড়া পদ্মা সেতু প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এই সেতু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও স্বতন্ত্র জাতিসত্তার বহিঃপ্রকাশ।

নিজেদের অর্থায়নে সেতু নির্মাণে বাংলাদেশ সম্পর্কে সারা বিশ্বের মনোভাবে পরিবর্তন এসেছে। সবাই বুঝতে পেরেছে বাংলাদেশ কারো কাছে হাত পেতে চলবে না। বাংলাদেশ অর্থনৈতিক ভাবে যথেষ্ট স্বাবলম্বিতা অর্জন করেছে।