সরকারের আর্থিক সহায়তা পাচ্ছেন দেশের ৫ হাজার অস্বচ্ছল শিল্পী ও সংস্কৃতিসেবী

সুপ্রভাত বগুড়া (বিনোদন): করোনাভাইরাস প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়েছে শিল্পী ও সংস্কৃতি অঙ্গনের মানুষেরা। দেশব্যাপী চলমান লকডাউনের মধ্যে এসব কর্মহীন হয়ে পড়া-

প্রায় পাঁচ হাজার অস্বচ্ছল শিল্পী ও সংস্কৃতিসেবীদের এককালীন আর্থিক সহযোগিতা দেওয়ার উদ্যোগ নিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

Pop Ads

বুধবার (১৩ মে) মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ফয়সাল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা প্রশাসন এবং জেলা কালচারাল অফিসারের সহযোগিতায় মাঠ পর্যায় থেকে এবং ঢাকা মহানগর এলাকার জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় তালিকা প্রস্তুত করা হচ্ছে।

তালিকা অনুযায়ী পর্যায়ক্রমে শিল্পী ও সংস্কৃতিসেবীদের আর্থিক সহায়তা দেওয়া হবে। সূত্র: একুশে টেলিভিশন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here