সান্তাহারে অভিনব কায়দায় ফেন্সিডিল বহনের সময় গ্রেফতার-১ !

সুপ্রভাত বগুড়া (শিমুল হাসান,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া  আদমদীঘির উপজেলার সান্তাহার পৌর এলাকার পৌওতাঁ নামক রেলগেট এলাকায় বগুড়া (খ) সান্তাহার মাদকদ্রব্য অধিদপ্তর নিয়ন্ত্রনের অভিযানে ৫০ বোতল ফেনসিডিল সহ হোন্ডা ব্র্যান্ডের গ্লামার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

এ সময় মাদক ব্যবসায়ী বিটুল (২৬) নামের এক বাক্তিকে গ্রেফতার করেছেন ও মাদক বহন কাজে হোন্ডা গ্লামার মোটর সাইকেল জব্দ করেছেন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দানিয়ালগাছী গ্রামের জিন্টু আলীর ছেলে মাদক ব্যবসায়ী বিটুল (২৬) বুধবার সকালে ফেনসিডিল বহন করে হোন্ডা ব্র্যান্ডের গ্লামার মোটরসাইকেল নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিলেন।

Pop Ads

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য  নিয়ন্ত্রনের অধিদপ্তরের সান্তাহার সার্কেল পরিদর্শক শামসুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে সান্তাহার পৌওতাঁ রেলগেট নামক স্থানে মোটরসাইকেল তল্লাশী করে তেলের ট্যাংকির ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৫০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করেন।

এ সময় মোটরসাইকেল সহ মাদকব্যবসায়ী বিটুল কে গ্রেফতার করে। এ ঘটনায় মাদকদ্রব্য  নিয়ন্ত্রন অধিদপ্তর বগুড়া (খ) সান্তাহার সার্কেলের পরিদর্শক সামছুল আলম বাদী হয়ে আদমদীঘি থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here