হিসাববিজ্ঞান প্রথম পত্র :এইচএসসি প্রস্তুতি ২০২৪  

21
হিসাববিজ্ঞান প্রথম পত্র :এইচএসসি প্রস্তুতি ২০২৪  

তৃতীয় অধ্যায়
                                 ব্যাংক সমন্বয় বিবরণী

                                     বহু নির্বাচনী প্রশ্ন
১। ব্যাংক বিবরণী অনুযায়ী ‘ক্রেডিট উদ্বৃত্ত’ আমানতকারীর জন্য কী নির্দেশ করে?
ক) আয় খ) খরচ
গ) দায় ঘ) সম্পত্তি
২। কোনটি ব্যাংক কর্তৃক লিখিত?

Pop Ads

ক) পাস বই খ) নগদান বই
গ) ক্রয় বই ঘ) বিক্রয় বই
৩। ধারে পণ্য ক্রয়-বিক্রয় করার সময় ব্যাংক তার মক্কেলকে আর্থিক সংগতির প্রমাণস্বরূপ যে প্রতিশ্রুতিনামা দেয় তাকে কী বলে?

ক) লেটার অব ক্রেডিট খ) অঙ্গীকারপত্র
গ) বিনিময় বিল ঘ) ব্যাংক পাস বই
৪।কের প্রধান কাজ কী?
ক) শেয়ার ইস্যু করা
খ) সিকিউরিটি ক্রয়-বিক্রয়
গ) আমানত গ্রহণ ও ঋণ প্রদান
ঘ) আর্থিক বিবৃতি তৈরি
৫। ঘঝঋ চেক ব্যাংক সমন্বয় বিবরণীতে কী করতে হয়?

ক) নগদান বহির ব্যাংক উদ্বৃত্তের সঙ্গে যোগ
খ) নগদান বহির ব্যাংক উদ্বৃত্ত হতে বিয়োগ
গ) ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের সঙ্গে যোগ
ঘ) ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত হতে বিয়োগ
৬। পাস বই অনুযায়ী ক্রেডিট উদ্বৃত্ত বলতে কী বোঝায়?

ক) ব্যাংক জমার উদ্বৃত্ত খ) ব্যাংক জমাতিরিক্ত গ) হাতে নগদ
ঘ) নগদান বইয়ের ক্রেডিট উদ্বৃত্ত
৭। ব্যাংক সমন্বয় বিবরণী কে তৈরি করেন?

ক) ব্যাংক খ) আমানতকারী
গ) দেনাদার ঘ) পাওনাদার
৮।ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার পরিমাণ ৪৪,০০০ টাকা, পাওনাদারকে ইস্যুকৃত ১০,০০০ টাকার চেক, যা ব্যাংকে উপস্থাপিত হয়নি এবং একজন দেনাদার সরাসরি ৮,০০০ টাকা ব্যাংকে জমা দিয়েছে, যা নগদানভুক্ত হয়নি। একক জের পদ্ধতিতে নগদান বই অনুসারে ব্যাংকে জমার পরিমাণ কত?
ক) ২৬,০০০ টাকা খ) ৪২,০০০ টাকা গ) ৪৬,০০০ টাকা ঘ) ৬২,০০০ টাকা
৯। দ্বৈত জের সংশোধন পদ্ধতিতে কোন জের নিয়ে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়?
ক) ব্যাংক বিবরণীর জের
খ) নগদান বইয়ের জের
গ) ব্যাংক বিবরণী এবং নগদান বই উভয়ের জের
ঘ) ব্যাংক বিবরণী অথবা নগদান বইয়ের যেকোনো একটির জের
১০। বকেয়া চেক বলতে কী বোঝায়?
ক) জমাকৃত চেক, যা প্রত্যাখ্যাত হয়েছে খ) ইস্যুকৃত চেক, যা প্রত্যাখ্যাত হয়েছে
গ) ইস্যুকৃত চেক, যা ব্যাংকে উপস্থাপিত হয়নি ঘ) জমাকৃত চেক, যা আদায় হয়নি
১১।চেকের মাধ্যমে বেতন প্রদান ৫০০ টাকা ভুলক্রমে নগদান বইয়ের ডেবিট দিকে ৫০ টাকা লেখা হয়েছে। এর ফলে নগদান বইয়ের উদ্বৃত্ত এবং ব্যাংক বিবরণীর মধ্যে কত টাকা গরমিল হবে?
ক) ৫০ টাকা খ) ৪৫০ টাকা
গ) ৫০০ টাকা ঘ) ৫৫০ টাকা
১২। বর্তমানে ব্যাংক সমন্বয় বিবরণীর কোন পদ্ধতি অধিক গ্রহণীয়?
ক) একক জের পদ্ধতি
খ) আমানতকারীর বই সংশোধন পদ্ধতি
গ) উভয় জের সংশোধন পদ্ধতি ঘ) মিশ্র পদ্ধতি
১৩। চেক প্রস্তুতকারীকে বলা হয়—
ক) প্রাপক খ) স্বীকৃতিকারী গ) আমানতকারী ঘ) আদেষ্টা
১৪। ব্যাংক বিবরণী প্রস্তুত করেন কে?
ক) আমানতকারী খ) বিনিয়োগকারী গ) ঋণগ্রহীতা ঘ) ব্যাংক কর্তৃপক্ষ
১৫।ব্যাংক বিবরণীর ক্রেডিট পার্শ্বে লেখা হয় কোনটি?
ক) ব্যাংক ঋণের সুদ
খ) ব্যাংক হতে উত্তোলন
গ) ব্যাংক জমা
ঘ) ব্যাংক চার্জ
১৬। নগদ টাকার বিকল্প হিসাবে কাজ করে কোনটি?
ক) শেয়ার খ) ঋণপত্র গ) স্টক ঘ) চেক
১৭। কোথা থেকে ব্যাংক উদ্বৃত্তের সঠিক পরিমাণ জানা যায়?
ক) দুঘরা নগদান বই থেকে খ) ব্যাংক সমন্বয় বিবরণী থেকে
গ) ব্যাংকের জমা রসিদ থেকে ঘ) ব্যাংক বিবরণী থেকে
১৮। ব্যাংক সমন্বয় তৈরিতে নিচের কোনটি বিবেচিত হয় না?
ক) ব্যাংক কর্তৃক চার্জকৃত আদায় খরচ
খ) ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যান
গ) দেনাদারের কাছ থেকে নগদ প্রাপ্তি
ঘ) দেনাদারের কাছ থেকে ব্যাংক কর্তৃক সরাসরি আদায়
১৯। ব্যাংক হিসাব সাধারণত কত প্রকার?
ক) ২ প্রকার
খ) ৩ প্রকার
গ) ৪ প্রকার
ঘ) ৫ প্রকার
২০। নিম্নের কোন প্রকার চেকের টাকা সরাসরি ব্যাংক থেকে উঠানো যায় না?
ক) হুকুম চেক খ) বাহক চেক গ) ভ্রমণকারীর চেক ঘ) দাগকাটা চেক
২১। মি. মামুনের কাছ থেকে প্রাপ্ত ৫,০০০ টাকার চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে। কিন্তু ব্যাংক উক্ত চেক জমা করেনি, এর ফলে
ক) ব্যাংক বিবরণী জমা বেশি হয়েছে খ) ব্যাংক বিবরণীতে জমা কম হয়েছে
গ) নগদান বহির ব্যাংক জমা কম হয়েছে ঘ) নগদান বাজেটে জমা কম হয়েছে
২২। ব্যাংক সমন্বয় বিবরণী তৈরিতে নিচের কোন বিষয় বিবেচনায় আনা হয়?
ক) দেনাদারের কাছ থেকে নগদ প্রাপ্তি খ) জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি
গ) সরবরাহকারীকে নগদ প্রদান ঘ) ব্যাংক চার্জ উভয় বইয়ে লিপিবদ্ধ হয়েছে
উত্তর : ১. ঘ ২. ক ৩. ক ৪. গ ৫. খ ৬. ক ৭. খ ৮.ক ৯. গ ১০. গ ১১. ঘ ১২. গ ১৩. ঘ ১৪. ঘ ১৫. গ ১৬. ঘ ১৭. খ ১৮. গ ১৯. খ ২০. ঘ ২১. খ ২২. খ।