নিজেদের ব্যর্থতা ও জনরোষ থেকে বাঁচতে সরকারের বিরুদ্ধে বিষোদগার করছে বিএনপি: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল-ছবি

সুপ্রভাত বগুড়া (জাতীয়): গণপরিবহনে অসচেতনতা ও স্বাস্থ্যবিধি না মানায় পরিস্থিতির অবনতি হলে জনস্বার্থে সরকার আবারো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে, বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সরকারি বাসভবন থেকে সেতু বিভাগের কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, করোনার কারণে সরকার ভাড়া সমন্বয় করেছে।

Pop Ads

তবে হুড়োহুড়ি, বাড়তি যাত্রী, স্বাস্থ্যবিধি না মানা দেশকে আরো সঙ্কটে ঠেলে দিতে পারে। করোনার এই দুর্যোগে পরিবহন মালিক-শ্রমিকদের মানবিকতার দৃষ্টান্ত স্থাপনের আহ্বান তার।

ওবায়দুল কাদের বলেন, নিজেদের ব্যর্থতা ও জনরোষ থেকে বাঁচতে সরকারের বিরুদ্ধে বিষোদগার করছে বিএনপি।

যে কোন দুর্যোগে মানুষের পাশে সবার আগে ছুটে যায় আওয়ামী লীগ। কিন্তু নিরাপদ দূরত্ব বজায় রেখে হাতের তালু দিয়ে আকাশ ঢাকার অপচেষ্টা আর মিথ্যাচারই বিএনপির ঐতিহ্য।

ওবায়দুল কাদের বলেন, জীবনের পাশাপাশি জীবিকা রক্ষার তাগিদেই পরিবর্তিত প্রেক্ষাপটের সাথে তাল মিলিয়ে ভারসাম্যপূর্ণ অবস্থান বেছে নিতে হবে। এ প্রেক্ষাপটে সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলা অনিবার্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here