করোনা হটস্পট বগুড়ায় আজ নতুন আক্রান্ত ১৫২ জন!!

প্রতিকী-ছবি

সুপ্রভাত বগুড়া (আকাশ সরকার রাসেল): বগুড়া এখন করোনার ভয়াল থাবায় উত্তরঙ্গের মধ্যে অন্যতম হটস্পট এলাকা হিসাবে চিহ্নিত। প্রতি দিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ।

এরই মধ্যে শহরের নাটাইপাড়া, চেলোপাড়া, নারুলী,  জলেস্বরিতলা, সূত্রাপুর, মালতিনগর, হরিপাড়া, ঠনঠনিয়া এবং কলোনি এলাকা রেডজোন বিবেচনায় এলাকাভিত্তিক লকডাউন চলছে।

Pop Ads

এদিকে আজ সোমবার ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের নমুনা পরিক্ষায় সর্বোচ্চ ১৫২ জন শনাক্ত হয়েছে। তবে এদের মধ্যে ১২৪ জনের তথ্য জানালেও ২৮ জনের তথ্য জানায়নি স্বাস্থ্য বিভাগ।

১২৪ জনের মধ্যে পুরুষ ৮৬ জন, মহিলা ২৮ জন ও শিশু ১০ জন। কোন উপজেলার কত জন তা এই রিপোট লেখা পর্যন্ত জানা সম্ভব হয়নি।

বগুড়ার সিভিল সার্জন ডাঃ ফারজানুল ইসলাম রাত সাড়ে ৯ টায় এ তথ্য নিশ্চিত করেন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এর পিসিআর ল্যাব এর ১৮৭টি নমুনার ফলাফলে ৯৪টি পজিটিভ।

এদিকে টিএমএসএস এর ৬৮টি নমুনার ফলাফলে বগুড়ায় ৩০ টি পজিটিভ। এ নিয়ে বগুড়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫৫৪ জনে।

মোট সুস্থ ৯৫ জন।গত ২ দিনে ৩ জন সহ মোট মৃত্যু ১৭ জন। এখন আইসোলেশনে আছে মোট ১৪৪২ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here