অনিয়মের অভিযোগে দুই শীর্ষ কর্মকর্তাকে চাকরিচ্যুত করলেন নতুন মেয়র শেখ ফজলে নূর তাপস

সুপ্রভাত বগুড়া (জাতীয়): অনিয়মের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দুই শীর্ষ কর্মকর্তাকে চাকরিচ্যুত করলেন নতুন মেয়র শেখ ফজলে নূর তাপস। রোববার সন্ধ্যায় এ বিষয়ে একটি আদেশ জারি করা হয়েছে।

চাকরিচ্যুত দুই কর্মকর্তা হলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামান ও প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার। তাদের বিরুদ্ধে অনিয়ম, কমিশন বাণিজ্য, দুর্নীতিসহ নানা অভিযোগ ছিল বলে জানিয়েছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

Pop Ads

শনিবার মেয়রের দায়িত্ব নেন শেখ ফজল নূর তাপস। দায়িত্ব নেয়ার পর প্রথম দিনেই দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের ঘোষণা দিয়ে এমন ব্যবস্থা নিলেন নতুন মেয়র।

গত ১ ফেব্রুয়ারি ডিএসসিসির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন।

ওই মাসেই তিনি মেয়র হিসেবে শপথ নেন। তবে আগের মেয়রের মেয়াদ শেষ না হওয়ায় তাকে দায়িত্ব পেতে তিন মাস অপেক্ষা করতে হয়।

সিটি করপোরেশন নির্বাচনের আগে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ছিলেন। ডিএসসিসি নির্বাচনে অংশ নিতে তিনি সংসদ থেকে পদত্যাগ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here