আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কোনো নির্বাচন কমিশনই সুষ্ঠু নির্বাচন করতে পারবে না : ফখরুল

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কোনো নির্বাচন কমিশনই সুষ্ঠু নির্বাচন করতে পারবে না : ফখরুল

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কোনো নির্বাচন কমিশনই সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। সেজন্য বিএনপি ইসির কোনো সংলাপে বা আলোচনায় যাবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার (১৭ জুলাই) গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি সাম্পদায়িকতা কাম্য নয় জানিয়ে নড়াইলের হিন্দুদের ঘরবাড়ি হামমলার ঘটনার নিন্দা জাানান। সাম্পদ্রায়িকতা ঘটনা এ সরকারের আমলে বেশি হয়েছে বলেও মন্তব্য করেন।

Pop Ads

মহাসচিব আরও বলেন, যে নির্বাচন কমিশনই দেয়া হেক না কেনো কোনো কমিশনের অধীনই সুষ্ঠু নির্বাচন হবে না। এই নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা নেই। কী হবে তাদের সঙ্গে সংলাপ করে। সরকার পরিবর্তন না হলে কোনো লাভ হবে না।

মূল প্রশ্ন হলো সরকার। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে কখনোই সুষ্ঠু নির্বাচন হবে না। রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করার সুযোগও দিচ্ছে না আওয়ামী লীগ বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, সংকট সমাধানে আওয়ামী লীগকেই উদ্যোগ নিতে হবে।  সব দাবিকে উপেক্ষা করে আওয়ামী লীগ নিজের মতোই পথ চলছে। কিন্তু জনগণ এবার গণতন্ত্র পুনরুদ্ধার করে ছাড়বে।